দীর্ঘদেহী এ স্ট্রাইকারকে দলে পেতে ১২০ মিলিয়ন ইউরোর বড় প্রস্তাবনা নিয়েই হাজির হয়েছিল লিভারপুল। তবে সেটি এরইমাঝে ফিরিয়ে দিয়েছে ইসাকের ক্লাব নিউক্যাসেল।
তাদের দাবি অন্তত ১৫০ মিলিয়ন ইউরো দরকার ইসাকের দলবদল সম্পন্ন করতে। লিভারপুল দ্বিতীয় দফায় ফের এমন বড় প্রস্তাব নিয়ে হাজির হবে কি না, সেটা নিয়ে ফুটবল অঙ্গনে ধোঁয়াশা আছে। তবে এরইমাঝে নিউক্যাসেল ছাড়ার ইচ্ছা জানিয়ে দিয়েছেন ইসাক।
ক্লাবের নির্ধারিত প্রাক মৌসুম বাদ দিয়ে করেছেন একাকী অনুশীলন। নতুন মৌসুমের বাকি দিনগুলোর আগে ইসাকের এই দলবদল নিয়ে তাই ফুটবল বিশ্বে চলছে নানা আলোচনা।