দুই দশক ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার ইচ্ছা রুবেন আমুরিমের

রুবেন আমুরিম
রুবেন আমুরিম | ছবি: সংগৃহীত
0

বড় লক্ষের কথা জানালেন রুবেন আমুরিম। দুই দশক ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে থাকার ইচ্ছা এই পর্তুগিজ কোচের। এরিক টেন হাগকে বরখাস্ত করার পর গত বছরের নভেম্বরে আমুরিমের কাঁধে দায়িত্ব তুলে দেয় ইউনাইটেড।

তবে স্পোর্টিং লিসবনে দারুণ সাফল্য পাওয়া এই কোচের হাত ধরে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচের মধ্যে স্রেফ সাতটিতে জিততে পারে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

দীর্ঘদিন ধরে অতীতের কঙ্কাল হয়ে থাকা দলটি লিগ শেষ করে ১৫তম হয়ে, প্রিমিয়ার লিগ যুগে যা তাদের সবচেয়ে বাজে অবস্থান।

স্যার অ্যালেক্স ফার্গুসন টানা ২৬ বছর দায়িত্ব পালন করে ২০১৩ সালে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার পর আর কোনো কোচ সেখানে তিন বছরের বেশি টিকতে পারেননি।

রেড ডেভিলরা সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০১৩ সালে ফার্গুসনের হাত ধরে। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা ২০০৮ সালে ফাইনালে। আমুরিম নিশ্চিত, আবার ওল্ড ট্র্যাফোর্ডে আসবে এই দুটি ট্রফি।

সেজু