সবার পারফরম্যান্সের-ই সমালোচনা করেছেন অধিনায়ক। গত মৌসুম জুড়েই ভীষণ বাজে সময় কাটে ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা ব্যর্থতায় লিগ টেবিলে ১৫তম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা। প্রিমিয়ার লিগ যুগে যা তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স।
আরও পড়ুন:
ঘুরে দাঁড়ানোর অভিযানে আক্রমণভাগের শক্তি বাড়িয়েছে ক্লাবটি, দলে এনেছে মাথিউস কুনিয়া ও ব্রায়াম এমবুমোকে। গত মৌসুমে গোল করাতেই সবচেয়ে বেশি ভুগেছিল দলটি।
ঘরের মাঠে আগামী শনিবার (৯ আগস্ট) ফিওরেন্তিনার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইউনাইটেড। আগামী ১৭ অগাস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে আমুরির দল।