জয়ের লক্ষ্যে থেকে পথ হারালো ম্যান ইউ; নিজ দলের সমালোচনায় অধিনায়ক

ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের একাংশ
ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের একাংশ | ছবি: সংগৃহীত
0

আটলান্টায় সোমবার (৪ আগস্ট) প্রীতি ম্যাচে এভারটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের লক্ষ্যে থেকে এভাবে পথ হারিয়ে ফেলায় নিজেদেরকেই দুষছেন অধিনায়ক ফের্নান্দেজ।

সবার পারফরম্যান্সের-ই সমালোচনা করেছেন অধিনায়ক। গত মৌসুম জুড়েই ভীষণ বাজে সময় কাটে ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা ব্যর্থতায় লিগ টেবিলে ১৫তম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা। প্রিমিয়ার লিগ যুগে যা তাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স।

আরও পড়ুন:

ঘুরে দাঁড়ানোর অভিযানে আক্রমণভাগের শক্তি বাড়িয়েছে ক্লাবটি, দলে এনেছে মাথিউস কুনিয়া ও ব্রায়াম এমবুমোকে। গত মৌসুমে গোল করাতেই সবচেয়ে বেশি ভুগেছিল দলটি। 

ঘরের মাঠে আগামী শনিবার (৯ আগস্ট) ফিওরেন্তিনার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইউনাইটেড। আগামী ১৭ অগাস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে আমুরির দল।

এসএইচ