বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকার একাই করেছেন ৫ গোল। প্রথমার্ধেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।
দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল। ১২ গোলের মধ্যে কৃষ্ণা পাঁচ গোল করায় ম্যাচসেরা হন। ভুটান নারী লিগে এটি কৃষ্ণার দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি।
কৃষ্ণার গতি, স্কিল ও শুটিং সবই ছিল অসাধারণ। ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কৃষ্ণার অবদান অনেক। ২০২৩ সাল পুরোটাই তিনি ইনজুরিতে থাকায় নিজের চিরাচরিত ফর্ম আর পাননি।
তবে ভুটান নারী লিগে অনেকটা আগের ফর্মেই ফিরেছেন কৃষ্ণা।