ম্যাচের ৩৭ মিনিটে প্রথম হুগো একেটিকির গোলে ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল। বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।
এরপর অবশ্য খাই হারায় মোহাম্মাদ সালাহরা। ৬৪ মিনিটে গোল করেন বোর্নমাউথের ফুটবলার অ্যানটোয়ান সিমিনিও। ম্যাচের ৭৬ মিনিটে জোড়া গোলের মাধ্যমে দলকে সমতায় ফেরান ঘানার এ লেফট উইংগার।
আরও পড়ুন:
৮৮ মিনিটে গোল করে লিভারপুলকে ৩-২ এর লিড এনে দেস ফেডরিকো খিয়েইজা। দ্বিতীয়ার্ধ্বের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মোহমেদ সালাহ। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।