মোহামেডানে তারুণ্য-অভিজ্ঞতার মিশেল: স্বপ্ন লিগ শিরোপা জয়ের

মহামেডান দলের অনুশীলনের ছবি
মহামেডান দলের অনুশীলনের ছবি | ছবি: এখন টিভি
0

নতুন মৌসুমে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সোলেমান দিয়াবাতেকে ধরে রাখতে না পারলেও দলে আছেন ৪ বিদেশি ফুটবলার। আগের মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হলেও এবারের দল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি দলটি। কোচ আলফাজের আশা, দলগতভাবে পারফর্ম করলে মিলবে সাফল্য। তবে দল বদল হলেও পুরো দলকে একসঙ্গে পেতে অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময়।

নেই কোনো ব্যান্ড পার্টি, নেই ঘোড়ার গাড়ি কিংবা আতশবাজির ঝলকানি। ২০২৫ সালে লিগ চ্যাম্পিয়ন হয়েও নানা সংকটে টিম মোহামেডান। দলবদলের শেষ দিনেও ছিলনা কোনো চমক। তবে চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সাদা-কালো শিবির।

মনের মতো দল না পেলেও তারুণ্য ও অভিজ্ঞদের নিয়ে ভালো কিছু করতে চায় ঐতিহ্যবাহী দলটি। দল নিয়ে আশাবাদী দলের অন্যতম সদস্য রহিম উদ্দিন।

রহিম উদ্দিন বলেন, ‘আমাদের ম্যাক্সিমাম ইয়াং এবং এক্সপেরিয়েন্স খেলোয়াড় মিলিয়ে মোটামুটি আমরা চ্যাম্পিয়ন ফাইট দিতে আশাবাদী। বাকিটা মাঠেই প্রমাণ করার চেষ্টা করবো।’

গেলো মৌসুমে ২৩ বছর পর প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে মোহামেডান। গেলোবারের মতো চ্যাম্পিয়ন টিম করতে না পারলেও দল হিসেবে পরিশ্রম করে চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকতে চায় দল।

আরও পড়ুন:

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাজ আহমেদ বলেন, ‘খেলোয়াড়-কোচ সবার চেষ্টা প্রয়োজন। সবাই যদি গতবছরের মতো একত্রিত হয়ে কাজ করতে পারি, তাহলে চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারবো।’

৬ বছর ক্লাবে খেলা সোলেমান দিয়াবাতেকেও দলে রাখতে পারেনি তারা। ঘানার ডিফেন্ডার কেকে ও অ্যাটাকিং মিডফিল্ডার মরিসনকে নিয়েছে তারা। এছাড়া রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটাংকে নিয়েছে মোহামেডান। দিয়াবাতেকে সবাই মিস করলেও বাকিদের নিয়ে আশাবাদী কোচ।

কোচ আলফাজ আহমেদ বলেন, ‘ভালো খেলোয়াড় যারা, তারা সবসময় এক ক্লাবে খেলে না। এটা কোনো ব্যাপার নয়, তবে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে।’

মৌসুমের প্রথম ম্যাচে চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে টিম মোহামেডান। দলে দেশি-বিদেশি সবাইকে এক সাথে না পাওয়ায় প্রস্তুতির জন্য নেই পর্যাপ্ত সময়। তাই চ্যালেঞ্জ কাপকে আগামী মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবেই গণ্য করছেন কোচ আলফাজ।

এসএইচ