ম্যাচের ১৮ মিনিটে লুকাস পিল্টনের গোলে এগিয়ে যায় ভাস্কো দা গামা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় নেইমারদের সান্তোস।
বিরতির পর পুরো সময়টাই ছিল প্রতিপক্ষ দলের। ৫২ মিনিটে ডেভিড কোরেয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে ভাস্কো দা গামা। মাত্র দুই মিনিট পর গোল পান ফিলিপে কুতিনিও।
ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রায়ান। ম্যাচের ৬২ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন কুতিনিও। দল এগিয়ে যায় ৫-০ গোলে।
এরপর ৬৮ মিনিটে দানিলো নেভেস সান্তোসের জালে শেষ পেরেকটি ঠোকেন। একের পর এক গোল খেয়ে দিশেহারা দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।