লা লিগায় জয় দিয়ে রিয়ালের মৌসুম শুরু

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ | ছবি: সংগৃহীত
0

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়েই লা লিগায় যাত্রা করলেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো। ম্যাচের পুরোটা সময় জুড়ে রিয়াল দাপট দেখালেও প্রতিপক্ষের গোলমুখে বারবার খেই হারাতে হয়েছে তাদের।

৭১ শতাংশ বল দখলে রাখলেও গোলের দেখা পেতে লস ব্লাঙ্কোসদের অপেক্ষা করতে হয়েছে ৫১ মিনিট পর্যন্ত।

এমবাপ্পেকে নিজেদের বক্সে ফাউল করেন ওসাসুনার হুয়ান ক্রুস। স্পটকিক থেকে জালে বল জড়ান এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। ম্যাচের শেষ দিকে আর্দা গুলের এবং অভিষেক হওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়ানো হয়নি রিয়াল মাদ্রিদের।

সেজু