গেলো এক সপ্তাহ ধরে খেলোয়াড় ছাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে দেশের জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতদিন এ ঝামেলা মেটাতে কম চেষ্টা করেনি ফেডারেশন কর্তারা। তবে নিজেদের সিদ্ধান্তে অটল জায়ান্ট ক্লাবটি। সাফ জানিয়ে দিয়েছে ৩১ আগস্টের আগে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য নাম থাকা খেলোয়াড়দের ছাড়বেন না তারা।
এমন পরিস্থিতির মধ্যেও দলের পরিকল্পনা সাজানোয় কোনো চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেররা।
তবে একই ইস্যুতে ভিন্নমত দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। দলের অর্ধেক খেলোয়াড় না থাকাই টিম কম্বিনেশন নিয়ে পড়তে হচ্ছে সমস্যায়।
জামাল ভুঁইয়া বলেন, ‘যে ড্রিল নরমালি আমরা পুরো মাঠে করি, এগুলো আমরা করতে পারি না। এখন আমরা পাঁচ বাই পাঁচ। কিন্তু আসল খেলা তো ১১/১১ খেলা।’
এদিকে এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের আগে নিজেদের প্রস্তুতি সাড়তে বর্তমানে বাহরাইনে আছে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার। তরুণ ফুটবলারদের দলে নিজেদের প্রমাণ করার জন্য ভালো সুযোগ আছে বলে মনে করেন দেশের এ স্প্যানিশ কোচ।
৬ এবং ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটিতে এতদিন হামজা চৌধুরীকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল ফেডারেশন। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামতে হবে বলে জানান ক্যাবরেরা।