২০২৬ বিশ্বকাপের দামামা বেজে উঠেছে পুরো বিশ্বে। গ্রুপগুলো নিশ্চিত হওয়ার পর দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছে বিশ্বকাপ অংশ নেয়া দেশগুলো।
৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর ধরে অধরা সোনালি ট্রফিটি জয় করতে অনেক আগেই হেড কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কিংবদন্তি কার্লো আনচেলত্তিকে। হেক্সা মিশন সফল করতে যা যা প্রয়োজন তাই করছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ বস। স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে কারা থাকবেন সেটি নিয়ে কঠিন হিসাব মেলাতে ব্যস্ত কার্লো।
এদিকে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র আবারও পড়েছেন ইনজুরিতে। সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে শেষ দুই ম্যাচ ইনজুরি নিয়েই মাঠে নেমেছিলেন নেইমার।
অবশ্য এ যাত্রায় নেইমার সফলও হয়েছেন। মহাগুরুত্বপূর্ণ শেষ চার ম্যাচে ৫ গোল করেছেন নেইমি। তার অসামান্য নৈপুণ্যে অবনমন থেকে বেঁচে যায় তার ক্লাব সান্তোস। তবে রক্ষা পাননি নেইমার। ইনজুরি নিয়ে খেলার কারণে এবার হাঁটুর অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।
প্রশ্ন জেগেছে তবে কী নেইমার খেলতে পারবেন ২০২৬ এর বিশ্বকাপ? কোচ কার্লো আনচেলত্তি অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট না থাকলে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে না তাকে।
আগামী মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য ফেব্রুয়ারিতে দল ঘোষণা করবে ব্রাজিল। কার্লো জানিয়েছেন, মোটামুটি ওই দলটিই খেলবে বিশ্বকাপে। বারবার দলে পরিবর্তন আনতে চান না তিনি। আর তাই এই সময়ের মধ্যে নেইমার পুরোপুরি সেরে উঠবেন কি না- তা নিয়ে রয়েছে সংশয়।
কোচ কার্লোর কথা অনুযায়ী যদি পুরোপুরি সুস্থ না হন নেইমি তাহলে জায়গা হারাবেন বিশ্বকাপের দলে। তবে শেষ পর্যন্ত নেইমার বিশ্বকাপে জায়গা করে নিতে পারবেন কিনা-তা দেখতে হলে অপেক্ষা করতে হবে দল ঘোষণা পর্যন্ত।





