এর আগে সৌদি প্রো লিগের একটি দলের কাছ থেকে পাওয়া ৮ হাজার কোটি টাকা আয়ের সুযোগ পেয়েও প্রস্তাব গ্রহণ করেননি সালাহ।
এর বদলে চলতি বছরের এপ্রিলে লিভারপুলের সঙ্গে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চুক্তি নবায়ন করেন। ফলে অলরেড শিবির ছেড়ে সালাহকে অন্য কোথাও দেখার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে।
আরও পড়ুন:
তবে বিগত কয়েকদিনে সালাহ-লিভারপুল দ্বন্দ্বের পর পুনরায় তাকে পেতে আগ্রহী সৌদি দলগুলো। বাজে ফর্মের ফলে টানা ৩ ম্যাচ দলের প্রথম একাদশে সুযোগ না পাওয়ার পরই জানুয়ারিতে ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন মিশরীয় এ তারকা।
ফলে অলরেড শিবিরে সালাহকে সামনে খুব বেশিদিন দেখা যাবে না, এমন সম্ভাবনাই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।





