মার্চের ফিফা উইন্ডোতে ইংল্যান্ডের প্রতিপক্ষ জাপান-উরুগুয়ে

ইংল্যান্ড ফুটবল দলের একাংশ
ইংল্যান্ড ফুটবল দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

২০২৬ বিশ্বকাপের আগে মার্চের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এ ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্ধারিত করতে চায় ইংলিশরা।

ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে দলগুলোকে। তাই এ সময়ের আগেই খেলোয়াড়দের পরখ করে দেখতে মার্চে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলো খেলতে মাঠে নামবে ইংল্যান্ড।

২৭ মার্চ উরুগুয়ে ও এর তিনদিন পর জাপানের বিপক্ষে খেলবে থমাস টুখেলের দল। দুটি ম্যাচই নিজেদের ঘরের মাঠে খেলবেন বেলিংহ্যাম-হ্যারি কেইনরা।

আরও পড়ুন:

বিশ্বকাপের ড্রয়ে ‘এল’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। যেখানে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার বিপক্ষে খেলবে একটি বিশ্বকাপজয়ী এ দল। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের এবারের আসর।

এসএইচ