ইপিএলে আলাদা ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল-লিভারপুল-চেলসি

লিভারপুল ও চেলসির জয় উল্লাস
লিভারপুল ও চেলসির জয় উল্লাস | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, লিভারপুল এবং চেলসি। এমিরেটস স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। তিন দিন পরই অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে হারিয়ে জয়ের পথে ফেরে তারা।

প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে থাকলেও ধারহীন আক্রমণে বিরতির আগে ব্যবধান গড়তে পারেনি টেবিল টপাররা। তবে ৭০ মিনিট আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের শেষ মুহূর্তে তাদের হতভম্ব করে দেয় উলভস। হেডে সমতা টানেন নাইজেরিয়ার স্ট্রাইকার তোলু। সমতা নিয়ে মাঠ ছাড়ার সুযোগ থাকলে তা হাতছাড়া করে নিজেরাই। উলভস ডিফেন্ডার মস্কেরার হেডে বল চলে যায় জালে।

এদিকে অন্য ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এদিন দুদলের লড়াই ছিল সমানে সমান। এদিনও অবশ্য মোহামদ সালাহকে শুরুর একাদশে রাখেননি কোচ আর্নে স্লট। ২৬ মিনিটে ডেভিড গোমেজ চোটে পড়লে স্লট মাঠে নামান মিশরীয় এ ফরোয়ার্ডকে।

আরও পড়ুন:

নিজে গোল না করলেও একিতিকের জোড়া গোলের একটিতে বল যোগান দেন সালাহ। তাতে ইপিএলের ইতিহাসে নির্দিষ্ট দলের হয়ে সর্বোচ্চ ২৭৭তম গোলে অবদান রাখলেন ৩৩ বছরের সালাহ। এর আগে সর্বোচ্চ ২৭৬ গোলে অবদানের রেকর্ড ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনির।

এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে কোল পামার ও মালো গুস্তোর গোলে এভারটনকে ২-০ ব্যবধানে হারায় চেলসি। প্রিমিয়ার লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকার পর এলো চেলসির এ জয়।

এসএস