টানা সাত ম্যাচে জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার

গোলের পর বার্সেলোনার উদযাপন
গোলের পর বার্সেলোনার উদযাপন | ছবি: সংগৃহীত
0

রাফিনহার জোড়া গোলে লিগে টানা সাত ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলো বার্সেলোনা। এদিন ঘরের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। এ জয়ে জায়ান্ট দল রিয়াল মাদ্রিদের সঙ্গে সাত পয়েন্টে ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো হেনসি ফ্লিকের দল।

এর আগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে নেমে দাপট দেখায় স্বাগতিকরা। তবে গোলের দেখা পাচ্ছিলো না বার্সেলোনা। উল্টো ২০ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করে ওসাসুনা। তবে আন্তে বুদিমিরের শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন হোয়ান গার্সিয়া।

এরপর অফসাইডের কারণে বাতিল হয় বার্সেলোনার ফেররান টরেসের গোল। প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণে গোল শূন্য থেকে শেষ করে দুদল।

আরও পড়ুন:

বিরতির পরও চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়া বার্সেলোনা এগিয়ে যায় ৭০ মিনিটে। ১৬ মিনিটের ব্যবধানে ম্যাচে দ্বিতীয় গোলটিও করেন রাফিনহা। শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপার বার্সেলোনা।

এদিকে দিনের অন্য ম্যাচে অ্যাতলেটিক মাদ্রিদের বিপক্ষে ২-১ গোল পেয়েছে ভ্যালেন্সিয়া।

এসএস