এমবাপ্পের ইনজুরিতে রিয়াল মাদ্রিদে বড় ধাক্কা

রিয়াল মাদ্রিদের খেলোয়ার কিলিয়ান এমবাপ্পে
রিয়াল মাদ্রিদের খেলোয়ার কিলিয়ান এমবাপ্পে | ছবি: সংগৃহীত
0

নতুন বছরের শুরুতেই ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। হাঁটুর ইনজুরিতে পড়েছেন দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ।

চোটের কারণে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ম্যাচে এমবাপ্পেকে খেলায়নি রিয়াল। তবে এরপরই অপেক্ষাকৃত দুর্বল সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে এই ফরোয়ার্ডকে খেলান রিয়াল কোচ জাবি আলোনসো।

আরও পড়ুন:

সেখানে তার ব্যথা আবারও বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত ইনজুরিতে পড়লেন এ তারকা। তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এ বিষয়ে কিছু জানায়নি রিয়াল। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফরাসি ফরোয়ার্ড। ফলে আগামী বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে তাকে পাবে না রিয়াল।

এছাড়া লিগে রিয়াল বেতিস ও লেভান্তের বিপক্ষেও এমবাপ্পের খেলার সম্ভাবনা কম। বছরের শুরুতে এমবাপ্পের ইনজুরি বড় ধাক্কা হয়েই এসেছে রিয়াল শিবিরে।

এফএস