স্প্যানিশ সুপার কাপ: ফাইনালে রিয়াল মাদ্রিদ

গোল করার পর রিয়াল মাদ্রিদের উদযাপন
গোল করার পর রিয়াল মাদ্রিদের উদযাপন | ছবি: সংগৃহীত
0

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুতেই বাজিমাত রিয়াল মাদ্রিদের। প্রথম মিনিটেই ফ্রি-কিকে চোখ ধাঁধানো গোল করেন ফেদেরিকো ভালভার্দে। সেই ধাক্কা সামলে আক্রমণে ঝাঁপায় অ্যাটলেতিকো মাদ্রিদ।

আরও পড়ুন:

একের পর এক সুযোগ তৈরি করলেও প্রাচীর হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। দারুণ দক্ষতায় বক্সে ঢুকে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার। ৫৮ মিনিটে হেডে এক গোল শোধ দেন আলেকসান্দার সরলথ।

তবে নাটকীয় প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি দিয়েগো সিমেওনের দলের। রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনা।

এসএস