পিএসএলে যুক্ত হচ্ছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি

পাকিস্তান সুপার লিগ
পাকিস্তান সুপার লিগ | ছবি: সংগৃহীত
0

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হচ্ছে হায়দরাবাদ ও শিয়ালকোট ফ্রাঞ্চাইজি।

নিলামের মাধ্যমে দুটি দল বিক্রি করেছে পিসিবি। যুক্তরাষ্ট্রভিত্তিক বমান ও স্বাস্থ্যসেবা সংস্থা এফকেএস এবং রিয়াল এস্টেট কনসোর্টিয়াম ওজেড ডেভেলপার্স নিলামে জয়ী হয়েছে।

আরও পড়ুন:

দুটি দলই পিএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। হায়দরাবাদের ফ্রাঞ্চাইজিকে ১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে কিনেছে এফকেএস। আর ১৮৫ কোটি রুপিতে শিয়ালকোট ফ্রাঞ্চাইজি কিনেছে ওজেড ডেভেলপার্স।

আসন্ন আসরে আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের পিএসএল। মুলতান সুলতান্স পরিচালনা করবেন শিয়ালকোট ফ্রাঞ্চাইজি।

এসএস