আজ থেকে শুরুর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল

ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন | ছবি: সংগৃহীত
0

আজ থেকে শুরুর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল। আজ (মঙ্গলবার, ৩ জুন) পুরুষ এককের প্রথম ম্যাচে কোর্টে নামবে লরেঞ্জ মুসেত্তি এবং ফ্রান্সেস তিয়াফো।

সেমির টিকিট কাটতে দুই খেলোয়াড়ের লড়াই শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে। ২০২১ সাল থেকে ফ্রেঞ্চ ওপেনে খেলা শুরু করলেও কোনোবারই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি এই তরুণ খেলোয়াড়।

তবে চলতি আসরে শুরু থেকে বেশ দাপটের সঙ্গে খেলে শেষ আটের টিকিট কাটে লরেঞ্জ। সবশেষ চতুর্থ রাউন্ডে হোলগার রুনকে ৭-৫, ৩-৬, ৬-৩, ৬-২ সেটে হারান এই ইতালিয়ান টেনিস খেলোয়াড় লরেঞ্জ।

অন্যদিকে ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ড পর্যন্ত খেলার অভিজ্ঞতা থাকলেও এবার সেমিতে উঠার লড়াইয়ে ৭ নম্বর বাছাইকে সামলাতে হবে আমেরিকান খেলোয়াড় তিয়াফোকে।

এদিকে নারী এককে বিকেল ৩টায় শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কার প্রতিপক্ষ চীনের খেলোয়াড় জেং। অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরলেও ফ্রেঞ্চ ওপেনে সাবালেঙ্কার দৌড় সেমি পর্যন্ত।

তাই এবার কোয়ার্টার বাধা পেরিয়ে সেমিতে উঠে আগের রেকর্ড ভাঙার অপেক্ষায় বেলারুস কন্যা সাবালেঙ্কা।

সেজু