গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনে পুরুষ এককের সেমিফাইনাল আজ

উঁচিয়ে ধরা উইম্বলডন শিরোপা
উঁচিয়ে ধরা উইম্বলডন শিরোপা | ছবি: সংগৃহীত
0

টেনিসে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনের পুরুষ এককের সেমিফাইনাল আজ (শুক্রবার, ১১ জুলাই)। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে সেরা চারের লড়াই।

প্রথম সেমিফাইনালে ৫ম বাছাই টেইলর ফ্রিৎজের মুখোমুখি হবেন গত আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। আর দ্বিতীয় সেমিফাইনালে শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের প্রতিপক্ষ নোভাক জকোভিচ। 

সবশেষ ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে এসে ইয়ানিক সিনারের কাছে হেরেই শিরোপার দৌড় থেকে বাদ পড়েছিলেন জোকোভিচ। আজ তার সামনে সেই হারের বদলা নেয়ার সুযোগ। 

অন্যদিকে কার্লোস আলকারাজ নামবেন শিরোপা ধরে রাখার মিশনে। সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে এই স্প্যানিশ তরুণের। শেষ ২ বছরে জিতেছেন ৩ গ্র্যান্ডস্ল্যাম। তাই তিনি টেইলর ফ্রিৎজের বিপক্ষে ফেভারিট হয়েই নামবেন তা বলা-ই যায়।

এসএইচ