১৬ মাস পর টেনিসে ভেনাস উইলিয়ামস

ভেনাস উইলিয়ামস
ভেনাস উইলিয়ামস | ছবি: সংগৃহীত
0

১৬ মাস পর টেনিসে ফিরছেন যুক্তরাষ্ট্রের তারকা ভেনাস উইলিয়ামস। আসন্ন ইউএস ওপেনের নারী সিঙ্গেলসে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন এ তারকা।

৪৫ বছর বয়সী এ মার্কিন তারকা টুর্নামেন্টের আয়োজকদের মনোনীত আট নারী ওয়াইল্ড কার্ডপ্রাপ্তদের মধ্যে একজন। সাত গ্র্যান্ড স্ল্যামজয়ী ভেনাস এর মাধ্যমে সবচেয়ে বেশি বয়সী ওয়াইল্ড কার্ডপ্রাপ্ত হিসেবে ইউএস ওপেন খেলবেন।

গেল বছর জরায়ুর টিউমার অপসারণের পর পুরো মৌসুম বাইরে ছিলেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকের সিঙ্গেলসে স্বর্ণজয়ী ভেনাস পাঁচ উইম্বলডন সহ দুইবার ইউএস ওপেন জিতেছেন। ২৪ আগস্ট ফ্ল্যাশিং মিডোর কোর্টে গড়াবে পরবর্তী আসর।

সেজু