ওসমান হাদির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া

শরিফ ওসমান হাদি
শরিফ ওসমান হাদি | ছবি: এখন টিভি
0

শরিফ ওসমান হাদির মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়াল বিবৃতিতে হাদির এমন শহিদি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

বিপিএলের নয়া ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসসহ অন্যান্য ক্রীড়া সংস্থা ও সংগঠনগুলোও শোক জানিয়েছে। আসন্ন বিপিএলের জার্সি উন্মোচন অনুষ্ঠানও স্থগিত করছে নোয়াখালী। বিজয় দিবস স্কুল কাবাডির ফাইনাল খেলাও স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে, আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেলে ৩ টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় ঢাকার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এফএস