পুলিশ জানায়, খেজুরতলা মসজিদের ইমাম রাজু আহমেদের মেয়ে রাবেয়া বাবার কাছ থেকে আইসক্রিম কিনে নিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নাটোর থেকে বগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাক শিশু রাবেয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এসময় স্থানীয়দের পাাশাপাশি হাইওয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।