নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকা
নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকা | ছবি: এখন টিভি
0

নাটোরের সিংড়ায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় রাবেয়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খেজুরতলা মসজিদের ইমাম রাজু আহমেদের মেয়ে রাবেয়া বাবার কাছ থেকে আইসক্রিম কিনে নিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নাটোর থেকে বগুড়াগামী একটি দ্রুতগতির ট্রাক শিশু রাবেয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এসময় স্থানীয়দের পাাশাপাশি হাইওয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

এসএস