বরিশালের পাইকারি মাছ বাজারে চড়া ইলিশের দাম

ইলিশ মাছ
ইলিশ মাছ | ছবি: এখন টিভি
1

বরিশালের পাইকারি মাছ বাজারে চড়া ইলিশের দাম। পাইকারি বাজারে লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মণ। প্রভাব পড়েছে চাষের মাছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) ছুটির দিনে নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজার ক্রেতাদের ভিড় থাকলেও মাছের দাম চড়া।

ইলিশ কিনতে এসে হতাশ বেশিরভাগ ক্রেতা। মৌসুমে যে পরিমাণ ইলিশের সরবরাহ থাকার কথা তা নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি দোকানে ইলিশের দেখা মিললেও দাম চড়া।

‎গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে আকারভেদে মণ প্রতি ইলিশের দাম ৩-৪ হাজার টাকা কমলেও নাগালের বাইরে দাম। ১২০০ গ্রাম ১ লাখ ৮ হাজার, ১ কেজি ১ লাখ এবং ৭০০ – ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৮৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

‎এর প্রভাব খুচরা বাজারেও। ১২০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি ২৭৫০-২৮০০ টাকা, ১ কেজি ২৫৫০-২৬০০ টাকা, ৭০০-৯০০ গ্রাম ২২০০-২২৫০ টাকা, ৫০০ গ্রাম ১৫৫০-১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

‎প্রভাব পড়েছে চাষের মাছেও। সপ্তাহ ব্যবধানে আকার ও প্রকারভেদে ২০-৩০ টাকা বেড়ে পাংগাস প্রতি কেজি ১৮০ টাকা, তেলাপিয়া ১৫০-২০০ টাকা, চিংড়ি ৫৫০-১১০০ টাকা, রুই ও কাতল ২০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

‎ক্রেতারা বলছেন, নাগালের বাইরে ইলিশের দাম। বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে তাদের।

‎অন্যদিকে বরিশালের বাজারে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালি মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে সোনালি। তবে গরু ও খাসির মাংসের বাজার অপরিবর্তিত আছে।

সেজু