বিমানবন্দরের এপ্রোচ লাইনে সব স্থাপনা সরানোর পরামর্শ পরিকল্পনাবিদদের

বিআইপির সংবাদ সম্মেলন
বিআইপির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

মাইলস্টোনসহ বিমানবন্দরের এপ্রোচ লাইনের মধ্যে সব ধরনের ‘সমাগম ভবন’ সরাতে রাজউককে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লানার্স। পরিকল্পনাগত ত্রুটি নিয়ে স্কুলের অনাপত্তিপত্র দেয়ায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দুর্ঘটনায় দায় এড়াতে পারেন মত পরিকল্পনাবিদদের। আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকালে এক সংক্ষিপ্ত গবেষণা প্রতিবেদন তুলে ধরে বিআইপি।

ব্রিফিং থেকে ঢাকার ভূমি ব্যবহারে অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ব্রিফিংয়ে বিআইপি সভাপতি বলেন, ‘উত্তরা থার্ড ফেজ প্রকল্পের মধ্য দিয়ে বিমানবন্দরের আশপাশের এলাকা ঝুঁকিপূর্ণ করা হয়েছে। কার স্বার্থে রাজউক এই অনুমোদন দিয়েছে তা খতিয়ে দেখা দরকার।’

গণঅভ্যুত্থানের পর ড্যাপ সংস্কারের নামে ঢাকায় বহুতল ভবন বাড়ানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনাকবলিত ভবনটিতে ফায়ার এক্সিট ছিলো না। ন্যুনতম নিরাপত্তা ছাড়া ঢাকায় বহু ভবনে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানকে মৃত্যুকূপ আখ্যা দিয়ে বিআইপি সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা করেন। জানান, পরিকল্পনা তোয়াক্কা না করে দু-দেড় দশক আগের জলাভূমিতে বিমানবন্দরের এপ্রোচ লাইনের সরাসরি মাইলস্টোন স্কুল নির্মাণ হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ক্ষমতায়।

এসএস