ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়ে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন ‘মিথ্যা-কল্পনাপ্রসূত’

ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স | ছবি: সংগৃহীত
0

সম্প্রতি নেপালের কোনো আদালতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে কোনো ধরনের রায় প্রদান করেনি। কাঠমান্ডু পোস্টের এ ধরনের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আজ (শনিবার, ২৬ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে মহাব্যবস্থাপক জনসংযোগ মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসত্য তথ্যের ওপর ভিত্তি করে অন্য একটি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের কোনো সংবাদমাধ্যম আদালতের কোনো অনুলিপি ব্যতীত কোনো সংবাদ পরিবেশন করা সমীচীন হবে না বলে ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করে।

সেজু