গাজায় হামলার প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের মানববন্ধন

যুক্তরাষ্ট্র বা তার মিত্র ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে শত্রু বাড়াতে চায় না আরব রাষ্ট্র | এখন টিভি
0

ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। আজ (শুক্রবার, ২১ মার্চ) দুপুরে শহরের প্রেসক্লবের সামনে ইসলামী ছাত্রশিবির জেলা শাখা এই মানববন্ধন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন, অফিস সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাহিত্য সম্পাদক তৌহিদুজ্জামানসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইজরায়েল যে বর্বর হামলা চালিয়েছে তা তাদের কাপুরুষোচিত মনোভাবের প্রকাশ ঘটিয়েছে। জায়নবাদী কাফেররা ইসলামকে মুছে দিতে যতই ষড়যন্ত্র, হামলাও ধ্বংসযজ্ঞ চালাক না কেনো ইসলামের কোনো ক্ষতি সাধন করতে পরবে না বরং এটা তাদের ধ্বংসকে ত্বরান্বিত করবে।

এসময় মুসলিম রাষ্ট্র প্রধানদের বিশেষত আরব রাষ্ট্রগুলোর নীরব দর্শকের ভূমিকাকে কঠোর সমালোচনা করেন এবং আল্লাহর গজবের জন্য সতর্ক করেন।

সেজু