শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনসেবা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইল জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।