নোয়াখালীতে ডিপ্লোমা চিকিৎসকদের মিলনমেলা অনুষ্ঠিত

নোয়াখালীতে ডিপ্লোমা চিকিৎসকদের মিলনমেলা অনুষ্ঠিত
নোয়াখালীতে ডিপ্লোমা চিকিৎসকদের মিলনমেলা অনুষ্ঠিত | Ekhon tv
0

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে নোয়াখালীতে ‘ডিপ্লোমা চিকিৎসক মিলনমেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী ম্যাটস অডিটোরিয়ামে মিলনমেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ডা. আবুল হাতেমের সভাপতিত্বে মিলনমেলায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. আবুল কালাম আজাদ ভূঁইয়া।

মিলনমেলায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. একতার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব ডা. এস এম মনিরুল ইসলাম সাদাফ ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ডা. সাকিব আল হাসান মৃদুল।

মিলনমেলায় বক্তারা ডিপ্লোমা চিকিৎসকদের পেশাগত নানাবিধ সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এএইচ