গতকাল (শনিবার, ১৯ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, নির্ধারিত সময়ের পূর্বে অপরিপক্ব আম বিক্রির উদ্দেশ্যে হারভেস্ট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মৌতলার রানিতলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অসাধু ব্যবসায়ী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আম ব্যবসায়ী আল আমিন ( ৪৬) ও একই ইউনিয়নের মিজান আলীকে (৩৬) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।