আজ (বৃহস্পতিবার, ০১ মে) দুপুরে বরিশাল সদর রোডের বিএনপির দলীয় কার্যালয় চত্বরে মে দিবসের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে শেখ হাসিনা পালিয়ে থাকলেও ওই দেশের প্রধানমন্ত্রীসহ কেউ কিছুই বলে না। এখন শেখ হাসিনা হয়ে গেছে ওসামা বিন লাদেনের (আল-কায়েদা নেতা) খালাতো বোন। লাদেন যেমন বিভিন্ন গুহায় পালিয়ে ভিডিওবার্তা দিতেন, এখন শেখ হাসিনা লাদেনের মতো পালিয়ে থেকে ভিডিওবার্তা দেন।’
বর্তমান সরকারকে শক্ত হাতে প্রশাসন ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের উত্থান হলে কেউ বাঁচতে পারবে না। উস্কানি দেওয়া ঠিক হবে না। নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করে বলুন। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না, এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে, সে ধরনের পদক্ষেপ নেয়া খুবই দুঃখজনক।’
ইউনূস সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘শুধু শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, এটা কোনভাবেই চলতে পারে না। জনগণের দিকে মনোযোগ দিতে হবে। তাদের আস্থা অর্জন করতে হবে। বেকারত্ব বৃদ্ধি পেলে সেটি দেশের জন্য অমঙ্গলজনক।’
সমাবেশ সভাপতিত্ব করেন বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ আহমেদ খান। বক্তব্য রাখেন দলের নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ জেলা ও মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দরা।