বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ৬ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এরপর কার্যালয় থেকে বেরিয়ে যান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে, গতকাল (৪ মে) শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ভিসির পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করেন। দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।