সভায় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া, উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো. জামাল হোসাইনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, এখন টিভির স্টাফ রিপোর্টার এম এ হামিদ, আরটিভির ভাস্কর হোম চৌধুরী, যমুনা টিভির আফরোজ আহমদ, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় ৪৬ বিজিবির অধিনায়ক সীমান্তে পুশইন বা অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন সীমান্তে টহল জোরদারসহ বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।’