সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া বিসিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. রোকন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ূম। সমাপনী আলোচনা শেষে ৬ জন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়।
গত ৭ মে থেকে শুরু হওয়া মেলায় দেশের নানা প্রান্ত থেকে ৪০ জন উদ্যোক্তা নিজেদের উৎপাদিত ক্ষুদ্র ও কুটিরশিল্পজাত পণ্যের স্টল দেন। পাট ও বেতজাত পণ্য বেচাকেনা বেশি হয়েছে। বিশেষ করে ঘরের সাজসজ্জা এবং দৈনন্দিন কাজে ব্যবহৃত পণ্যগুলোর চাহিদা ছিল বেশি।
ব্রাহ্মণবাড়িয়া বিসিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. রোকন উদ্দিন ভূঁইয়া জানান, মূলত উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিক্রি ও প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই প্রথমবারের মতো উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। প্রথমদিন থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। উদ্যোক্তারাও ন্যায্য দামে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামী বছর থেকে আরো বড় পরিসরে মেলার আয়োজন করা হবে।