নিহতদের মধ্যে দুইজনের নাম গেছে। তারা হলেন- অটোরিকশার যাত্রী আবুল কাসেম ও সোহাগ মিয়া।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান বলেন, ‘সকালে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।’