নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নাটোরে সড়ক দুর্ঘটনা
নাটোরে সড়ক দুর্ঘটনা | ছবি: এখন
0

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। আজ (বুধবার, ৫ জুন) সকালে একই সময়ে দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী চিনিবাহী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা ও কাভার্ড ভ্যানের চালক জুলেল মন্ডল মারা যান।

একইসময় নাটোর সদর উপজেলার বারুরহাট এলাকায় মংলা থেকে নীলফামারীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আক্তারুজ্জামান নামে নীলফামারী জেলার এক যাত্রী নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন যাত্রী।

এদিকে গতরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (২৪) নামে পিকআপের হেলপার নিহত হয়। তার বাড়ি পাবনা জেলায়। দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান।

ইএ