যমুনা সেতুর পশ্চিম পাড়ে যানবাহনের ঢল, নেই যানজট

বাসে করে বাড়ি ফিরছেন মানুষ
বাসে করে বাড়ি ফিরছেন মানুষ | ছবি: এখন টিভি
0

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে আজও যানবাহনের তীব্র চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এ মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের ঢল নামে। তবে ২২ কিলোমিটার এ মহাসড়কে এখন পর্যন্ত কোথাও কোন যানজটের সৃষ্টি হয়নি।

ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী থেকে বাড়ির পথে ছুটেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। আজ (শুক্রবার, ৬ জুন) ভোর থেকেও যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত যানবাহনের তীব্র চাপ রয়েছে।

বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ আরো বাড়তে থাকে। ব্যক্তিগত গাড়ি, বাস, মোটরসাইকেলে করে বাড়ি ফিরছে মানুষ। পাশাপাশি ট্রাকের ছাদে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছে অনেকে মানুষ।

পূর্ব পাড়ে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে স্বস্তির সাথে বাড়ি ফিরছেন সবাই। সেতু কর্তৃপক্ষ জানায়, যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে যমুনা সেতুর ঢাকামুখী লেনের টোল আদায় বন্ধ রেখে সেতুর চার লেন দিয়ে উত্তরবঙ্গগামী পারাপার করা হচ্ছে। এতে সেতুর পূর্ব পাড়ের যানজট অনেকটাই কমে আসবে।

এএইচ