বালু মহালে অস্ত্রের মহড়া; পুলিশের অভিযানে আটক ৬

আটক ৬ জন
আটক ৬ জন | ছবি: এখন টিভি
0

পদ্মা নদীতে বালু তোলা নিয়ে পাবনার ঈশ্বরদীর সাড়াঘাটে ‘অস্ত্র নিয়ে মহড়ার’ ঘটনায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এর আগে বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার সাড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জনায়, গত কয়েকদিন ধরে বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদীর সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম আতংক বিরাজ করছিল।

গত ৫ জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে ভারী অস্ত্র নিয়ে মহড়া দেয়াসহ গত কয়েকদিনে ৬ জন গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে এবং বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে; ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।

এসময় তাদের কাছে থাকা একটি ওয়ান শ্যুটার গান ও একটি রিভালবারসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও ৫টি বালুবাহী ট্রলার, বালুকাটার এক্সেভেটর মেশিন জব্দ করা হয়।


ইএ