এর আগে বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার সাড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জনায়, গত কয়েকদিন ধরে বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদীর সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম আতংক বিরাজ করছিল।
গত ৫ জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে ভারী অস্ত্র নিয়ে মহড়া দেয়াসহ গত কয়েকদিনে ৬ জন গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে এবং বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে; ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
এসময় তাদের কাছে থাকা একটি ওয়ান শ্যুটার গান ও একটি রিভালবারসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও ৫টি বালুবাহী ট্রলার, বালুকাটার এক্সেভেটর মেশিন জব্দ করা হয়।