ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষ
ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৪ জুন) দুপুরে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পিক-আপ ভ্যানটি ভাণ্ডারিয়া থেকে বরিশালের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহন নামের একটি বাস পিক-আপটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিক-আপের চালক মশিউর রহমান ও চালকের সহকারী সুয়াজ বিশ্বাস নিহত হন। 

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহত মশিউর রহমান মাগুরা সদর উপজেলার মো. মজিদ বিশ্বাসের ছেলে এবং সুয়াজ বিশ্বাস ফরিদপুরের কামারখালী উপজেলার আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং নিহতদের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

এসএইচ