স্থানীয় বাসিন্দারা জানান, একটি খালি ট্রাক চন্দ্রঘোনা ফেরিঘাটের লিচু বাগান অংশে ফেরিতে উঠার জন্য অপেক্ষায় ছিল। পরে ফেরি আসতে দেরি হওয়ায় চালক ট্রাকটি পার্কিংয়ে দাঁড় করিয়ে নেমে যান। কিন্তু হঠাৎ করেই ট্রাকটি কর্ণফুলী নদীতে পড়ে যায়। তবে ট্রাকটি এসময় চালকশূন্য থাকায় কোনো হতাহত হয়নি।
পরে ফেরি কর্তৃপক্ষসহ ট্রাক সংশ্লিষ্টরা ট্রাকটি নদী থেকে উঠানোর চেষ্টা চালান। ট্রাকটি এই দুর্ঘটনায় পড়লেও ফেরি ও যানবাহন চলাচলে কোনো প্রভাব পড়েনি।
রাঙামাটি-বান্দরবান সড়কে চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে সেতু না থাকায় ফেরি দিয়ে সড়ক যোগাযোগ সচল রাখা হয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ছাড়াও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কয়েক লাখ মানুষ এই ফেরি ব্যবহার করেন। ফলে ফেরি চলাচলে কোনো বিপত্তি দেখা দিলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থায় চরম ভোগান্তি তৈরি হয়।
ফেরি পরিচালনা কর্তৃপক্ষ রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কির্তী নিশান চাকমা বলেন, 'ট্রাকটি উদ্ধারের জন্য ক্রেন আনা হচ্ছে। আশাকরি রাতের মধ্যেই এটি উঠিয়ে ফেলা সম্ভব হবে।'