ডাকাত সন্দেহে গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ছবি: সংগৃহীত
1

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন। আজ (সোমবার, ১৬ জুন) ভোরে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা পাতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ৬ জনের একদল ডাকাত জ্বালানি তেলের দোকান আহম্মেদ ট্রেডার্সে ডাকাতি করার সময় স্থানীয়রা দেখে তাদের ধাওয়া দিলে একজনকে ধরে গণপিটুনি দেয় ও অন্যরা পালিয়ে যায়।

আহত ডাকাতকে গুরুত্ব অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।

বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ডাকাতি না চুরি তা তদন্ত চলছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।

সেজু