‘কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তরে জন্য গণঅভ্যুত্থান হয়নি’

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
1

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তরে জন্য গণঅভ্যুত্থান হয়নি। আজ (মঙ্গলবার, ১ জুলাই) জুলাই পদযাত্রায় অংশ নিয়ে গাইবান্ধার পৌর পার্কের পথসভায় এ মন্তব্য করেন তিনি। এসময় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, ‘এক স্বৈরাচার উৎখাত করেছি আরেক স্বৈরাচার দেখতে চাই না।’

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই আন্দোলনে যারা গুলি করেছে তারা এখনো চাকরি করছে ঘুরে বেড়াচ্ছে।’ দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি।

এর আগে সকলে রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ।

আরো পড়ুন:

সেখানে সংস্কার, বিচার ও জুলাই সনদ প্রসঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দলটির নেতারা।

জুলাই সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট এনসিপির জুলাই সনদ ঘোষণার দিন বড় জমায়েতের হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম। আজ রংপুরে আরো কয়েকটি স্থানে পথসভা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির।

সেজু