আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এতে পিকআপটির গোপন চেম্বার থেকে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আশরাফুল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।