ব্যবসায়ী সোহাগ হত্যা: গাজীপুরে মহাসড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধ
গাজীপুরে মহাসড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও জাতীয় যুব শক্তি।

আজ (শনিবার, ১২ জুলাই) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

এতে শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি হোসেন মার্কেট এলাকা প্রদক্ষিণ করে ফের সফিউদ্দিন কলেজের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

এসময় প্রায় ত্রিশ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা।

সারাদেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে এনসিপি নেতারা বলেন, জুলাই শক্তি এখনও ঘরে ফিরে যায়নি। যদি প্রয়োজন হয় জুলাইয়ের শক্তি আবারও মাঠে নামবে এবং চাঁদাবাজদের সমূলে উৎপাটন করবে।

সেজু