যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত

যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা
যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা | ছবি: এখন টিভি
1

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ (সোমবার, ১৪ জুলাই) সকালে মণিরামপুর তেল পাম্পের সামনে দাঁড়ানো এক ট্রাকের পেছনে অন্য আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে নিহত হন সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা ট্রাক চালক রাজু ও হেলপার এরফান।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছ বোঝাই ট্রাক মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক রাজু ও হেলপার এরফানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন এবং মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।

এসএইচ