যশোরে বৃত্তি পরীক্ষার দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন
কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন | ছবি: এখন টিভি
1

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে যশোর জেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন। আজ (বুধবার, ২৩ জুলাই) ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে যশোর জেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যপুস্তক গ্রহণ করে এবং সরকার ঘোষিত কারিকুলাম অনুসরণ করে পড়াশোনা করছে। এসব স্কুল দেশের বেকার সমস্যা সমাধানেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে, বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ডি.আর সম্পন্ন হলেও কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো এ প্রসঙ্গে কোনো তথ্য বা নির্দেশনা পায়নি, যা বৈষম্যমূলক বলে প্রতীয়মান হয়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, শিক্ষা শিশুদের মৌলিক অধিকার এবং কোনো শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা কাম্য নয়। জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্যবিরোধী সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবারও বৈষম্যের শিকার হোক, এটা তারা আশা করেন না।

মানববন্ধন থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে যেন চলতি বছর থেকে পুনরায় অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা সমান সুযোগ পায়। অ্যাসোসিয়েশন আশা করছে, জেলা প্রশাসন এ বিষয়ে সদয় দৃষ্টি দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এএইচ