আজ (শুক্রবার, ২৫ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিবন্ধী নাগরিকের অংশগ্রহণ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ।
তিনি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক অধিকার বাস্তবায়নে কাজ করতে চায় এনসিপি।’ এছাড়া কোটা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর দাবি জানান বক্তারা। একই সঙ্গে তাদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান এনসিপির নেতারা।
এসময়, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তৃণমূল মানুষের পাশাপাশি প্রতিবন্ধীদের এগিয়ে দিতে হবে, নয়তো দেশের প্রকৃত সমৃদ্ধ হবে না বলেও মন্তব্য করেন নেতারা।