তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের জানায়, বেলা আড়াইটার দিকে রংপুর থেকে দিনাজপুরগামী গেটলক বাসটি সৈয়দপুর বাইপাসের ওয়াবদা মোড় এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
উল্টো দিক থেকে আসা ট্রাকের এক পাশের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায় চালক। তবে গতি বেশি না থাকায় হতাহতের ঘটনা কম হয়েছে।
আরো জানা যায়, ট্রাকের হেল্পার রতন ত্রিশ মিনিটেরও বেশি সময় ট্রাকের ভেতরে আটকে ছিল। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে। এক ঘণ্টা পর সৈয়দপুর বাইপাসে যান চলাচল স্বাভাবিক হয়।