নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক আটক

আটক ট্রাক চালক মহির উদ্দিন
আটক ট্রাক চালক মহির উদ্দিন | ছবি: এখন টিভি
3

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মহির উদ্দিনকে আটক করেছে র‌্যাব। আজ (বুধবার, ২৩ জুলাই) রাত ১০টার দিকে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল অসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাক চালক মহির উদ্দিন গা ঢাকা দেয়।

এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ১০টার দিকে অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়। এরপর ট্রাক চালক মহির উদ্দিনকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হবে।

এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদ হোসেনের আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ট্রাক চালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় একটি মামলা দায়ের করেন।

এসএস