নেত্রকোণায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা | ছবি: এখন টিভি
0

নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা ইট ভাটার মোড়ে আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সকালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় একটি বাস সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়, আর অপরটি সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুর্ঘটনাস্থলে বাসের মধ্যে আটকা পড়ে ঢাকাগামী বাসের চালক। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত পৌঁছে আটকা পড়া চালকসহ আহতদের উদ্ধার করে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ঢাকাগামী বাস কলমাকান্দা থেকে আসছিলো, আর অপর বাসটি চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের ধর্মপাশা যাওয়ার পথে ছিল। মুখোমুখি সংঘর্ষের কারণে বাস দুটির বড় ধরনের ক্ষতি হয়।

অন্যদিকে, স্থানীয় প্রত্যক্ষদর্শী মাহবুব জানান, প্রায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন যারা নিজে থেকে বাস থেকে বেরিয়ে যান এবং একে অপরকে সাহায্য করেছেন।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে।

এনএইচ