কুষ্টিয়ায় পাশাপাশি কবরে শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহতরা

কুষ্টিয়ায় নিহতদের জানাজা নামাজ
কুষ্টিয়ায় নিহতদের জানাজা নামাজ | ছবি: এখন টিভি
0

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহতদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে চলছে শোকের মাতম। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) বেলা ২টায় পর সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম তার স্ত্রী সেলিনা খাতুনসহ একই পরিবারের চারজনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের শায়িত করা হয়।

এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, এমন মৃত্যু এ গ্রামে এর আগে কখনই দেখেননি। সকলের চোখেমুখে বিষাদের ছাপ দেখা গেছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে বড়াইগ্রাম তরমুজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ছয়জন এবং হাসপাতালে আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে ৬ জনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের ও ২ জন মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই আত্মীয়। তারা সিরাজগঞ্জে একজন অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন।

ইএ